খুঁজুন
বুধবার, ২৮ মে, ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩২

আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা পিছিয়ে যাওয়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদন ইয়াসিন আরাফাত 
প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ণ
আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা পিছিয়ে যাওয়ার শঙ্কা
দক্ষিণ আমেরিকা ও ইউরোপ মহাদেশের ফুটবলের দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের ফিনিলিসিমায় মুখোমুখি হওয়ার কথা ছিল চলতি বছরের মাঝামাঝিতে। যা নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবল ভক্তদের। কিন্তু সেই লড়াই পিছিয়ে যাচ্ছে বলেই শোনা যাচ্ছে।
ইংল্যান্ডকে হারিয়ে স্পেন ইউরো এবং কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছিল গত বছর। এরপরেই দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন দলের এই ম্যাচ হওয়া নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়। তবে আপাতত এই ম্যাচ পিছিয়ে যেতে পারে বলেই শোনা যাচ্ছে। মেসি-ইয়ামালদের লড়াই দেখতে অপেক্ষা করতে হতে পারে আগামী বছর পর্যন্ত।
ফিনালিসিমার আয়োজন নিয়ে আগে থেকেই সূচি জটিলতা ছিল। আর সেই কারণেই ম্যাচটি কবে হবে, তা নিয়ে এখন অবধি কোনও দিনক্ষণ ঠিক হয়নি। আপাতত আর্জেন্টিনা এবং স্পেন দুই দলের সামনে ঠাসা ক্রীড়াসূচি। আর্জেন্টিনা বিশ্বকাপের বাছাই পর্বে খেলছে। স্পেনের সামনেও রয়েছে বাছাই পর্বের ম্যাচ। তাই ফিনালিসিমা পিছিয়ে যাচ্ছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানাচ্ছে, ২০২৬ সালের মার্চ কিংবা এপ্রিলে হতে পারে এই ম্যাচ।
ম্যাচ পিছিয়ে যাচ্ছে স্পেনের ক্রীড়াসূচির কারণে। তাদের সামনে রয়েছে উয়েফা লিগের ফাইনাল। তাছাড়াও তাদের ছ-ছ’টি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে হবে এখনও। অন্যদিকে, আর্জেন্টিনার সামনে সেপ্টেম্বরের পর নেই কোনও বাছাই পর্বের ম্যাচ। এ দিক থেকে দেখতে গেলে তাদের দিক থেকে কোনও সমস্যা থাকার কথা নয়।
প্রতিবেদন বলছে, ম্যাচটি যুক্তরাষ্ট্রে হতে পারে। ২০২২-এ ইতালির বিরুদ্ধে ওয়েম্বলিতে ফিনালিসিমায় মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে জেতে আকাশি-সাদা ব্রিগেড। তাই কনমেবল চাইছে ম্যাচটি ইউরোপের বাইরে কোথাও আয়োজন করতে। উল্লেখ্য, মোট ১৪ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। দুই দলই জিতেছে ৬ বার। দু’টি ম্যাচ অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে।

অনাথ সূর্যের জীবনে আলো নিয়ে আসে তারা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১০:১১ অপরাহ্ণ
   
অনাথ সূর্যের জীবনে আলো নিয়ে আসে তারা

ছেলেটার নাম সূর্য, মেয়েটার নাম তারা। ঈদে তাদের হৃদয় ছুঁয়ে যাওয়া প্রেম নিয়ে আসছে সিএমভি’র ঈদের নাটক ‘মন মঞ্জিল’।

গল্পে দেখা যাবে, এক অনাথ ছেলে সূর্য। বন্দরের অপরাধ জগতে বড় ভাইয়ের ছত্রছায়ায় বেড়ে ওঠে। একদিন আহত হয়ে হাসপাতালে গেলে তার সঙ্গে দেখা হয় তারা নামের এক মেয়ের। তারা একজন সাংবাদিক ও নার্স। মেয়েটি সূর্যের জীবনে নতুন আলো নিয়ে আসে।

এমনই এক প্রেমময় গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘মন মঞ্জিল’। সিএমভি’র ব্যানারে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি।

এতে সূর্য চরিত্রে তৌসিফ মাহবুব আর তারা চরিত্রে অভিনয় করেছেন তটিনী। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সুমন পাটওয়ারী, ইমেল হক প্রমুখ।

‘মন মঞ্জিল’ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘মনে করা হয়, যখন একটি সত্যিকারের হৃদয় ভেঙে যায়, তখন দেবতারাও কাঁদে। আর তাদের অশ্রু বৃষ্টির মতো ঝরে পড়ে পৃথিবীতে। এই গল্পের পর্দা খুলতেই দেখা যাবে, বৃষ্টি এমনভাবে ঝরছে যেন পুরো পৃথিবী শোকাহত। ভিজে একাকার আমাদের গল্পের প্রাণ সূর্য। এরমধ্যেই পুলিশ তাকে টেনে হিঁচড়ে বের করছে ছোট্ট ঘর থেকে। পিচ্ছিল ভেজা কংক্রিটে তার পা রক্তাক্ত! কিন্তু কী ছিল সূর্যর অপরাধ? কেন এই রক্তপাত? জবাব মিলবে ঈদে, আমাদের এই অন্যপ্রেমের গল্পে।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বরাবরের মতো এবারের ঈদেও সিএমভি’র ব্যানারে থাকছে প্রায় এক ডজন বিশেষ নির্মাণ। ‘মন মঞ্জিল’সহ সবগুলো নাটক ও টেলিছবি উন্মুক্ত হবে ঈদের দিন থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ
   
সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে ৫ জুন হবে আরাফাতের দিন। দেশটির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদ দেখা যায়।

সৌদির পাশাপাশি ওমান ও ইন্দোনেশিয়াতেও জিলহজের অর্ধচন্দ্রের দেখা মিলেছে।  বিস্তারিত আসছে

ছোট ছেলেকেও বিয়ে করাচ্ছেন গায়ক আসিফ, পাত্রী ব্রাহ্মণবাড়িয়ার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১০:০১ অপরাহ্ণ
   
ছোট ছেলেকেও বিয়ে করাচ্ছেন গায়ক আসিফ, পাত্রী ব্রাহ্মণবাড়িয়ার

বাংলা গানের নন্দিত সংগীতশিল্পী আসিফ আকবর বরাবরই ছেলে-মেয়েদের দ্রুত বিয়ের বিষয়ে সচেতন। একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-মায়ের প্রতি সন্তানদের দ্রুত বিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আসিফ কেবলই আহ্বানেই থামেন এমনও কিন্তু নন। নিজের সন্তানদের নিয়েও বেশ সচেতন এই গায়ক। বছর তিনেক আগেই বড় ছেলে শাফকাত আসিফ রণ’র বিয়ে দিয়েছেন তিনি। এবার দিলেন ছোট ছেলেও বিয়ের খবর।

আসিফের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র’র বাগদান সম্পন্ন হয়েছে গত জানুয়ারি মাসেই। তবে বিষয়টি প্রকাশ্যে এনেছেন মঙ্গলবার (২৭ মে)।