আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা পিছিয়ে যাওয়ার শঙ্কা

ছেলেটার নাম সূর্য, মেয়েটার নাম তারা। ঈদে তাদের হৃদয় ছুঁয়ে যাওয়া প্রেম নিয়ে আসছে সিএমভি’র ঈদের নাটক ‘মন মঞ্জিল’।
গল্পে দেখা যাবে, এক অনাথ ছেলে সূর্য। বন্দরের অপরাধ জগতে বড় ভাইয়ের ছত্রছায়ায় বেড়ে ওঠে। একদিন আহত হয়ে হাসপাতালে গেলে তার সঙ্গে দেখা হয় তারা নামের এক মেয়ের। তারা একজন সাংবাদিক ও নার্স। মেয়েটি সূর্যের জীবনে নতুন আলো নিয়ে আসে।
এমনই এক প্রেমময় গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘মন মঞ্জিল’। সিএমভি’র ব্যানারে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি।
এতে সূর্য চরিত্রে তৌসিফ মাহবুব আর তারা চরিত্রে অভিনয় করেছেন তটিনী। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সুমন পাটওয়ারী, ইমেল হক প্রমুখ।
‘মন মঞ্জিল’ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘মনে করা হয়, যখন একটি সত্যিকারের হৃদয় ভেঙে যায়, তখন দেবতারাও কাঁদে। আর তাদের অশ্রু বৃষ্টির মতো ঝরে পড়ে পৃথিবীতে। এই গল্পের পর্দা খুলতেই দেখা যাবে, বৃষ্টি এমনভাবে ঝরছে যেন পুরো পৃথিবী শোকাহত। ভিজে একাকার আমাদের গল্পের প্রাণ সূর্য। এরমধ্যেই পুলিশ তাকে টেনে হিঁচড়ে বের করছে ছোট্ট ঘর থেকে। পিচ্ছিল ভেজা কংক্রিটে তার পা রক্তাক্ত! কিন্তু কী ছিল সূর্যর অপরাধ? কেন এই রক্তপাত? জবাব মিলবে ঈদে, আমাদের এই অন্যপ্রেমের গল্পে।’
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বরাবরের মতো এবারের ঈদেও সিএমভি’র ব্যানারে থাকছে প্রায় এক ডজন বিশেষ নির্মাণ। ‘মন মঞ্জিল’সহ সবগুলো নাটক ও টেলিছবি উন্মুক্ত হবে ঈদের দিন থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে ৫ জুন হবে আরাফাতের দিন। দেশটির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদ দেখা যায়।
সৌদির পাশাপাশি ওমান ও ইন্দোনেশিয়াতেও জিলহজের অর্ধচন্দ্রের দেখা মিলেছে। বিস্তারিত আসছে
বাংলা গানের নন্দিত সংগীতশিল্পী আসিফ আকবর বরাবরই ছেলে-মেয়েদের দ্রুত বিয়ের বিষয়ে সচেতন। একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-মায়ের প্রতি সন্তানদের দ্রুত বিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আসিফ কেবলই আহ্বানেই থামেন এমনও কিন্তু নন। নিজের সন্তানদের নিয়েও বেশ সচেতন এই গায়ক। বছর তিনেক আগেই বড় ছেলে শাফকাত আসিফ রণ’র বিয়ে দিয়েছেন তিনি। এবার দিলেন ছোট ছেলেও বিয়ের খবর।
আপনার মতামত লিখুন